• বাংলা
  • English
  • বিবিধ

    ঈছাপূরী দরবার শরীফের জশনে জুলুস অনুষ্ঠিত

    চট্টগ্রামের অন্যতম আধ্যাত্বিক প্রাণকেন্দ্র, নানুপুর ঈছাপূরী দরবার শরীফের পক্ষ হতে, হযরতুলহাজ্ব শাহসূফী সৈয়দ আব্দুল মোনায়েম ঈছাপূরী (র:) এর সুযোগ্য শাহজাদা ও অত্র দরবারের বর্তমান সাজ্জাদানশীন হযরতুলহাজ্ব শাহসূফী সৈয়দ এহছানুল করিম ঈছাপূরী’র নেতৃত্বে এক বিশাল জশনে জুলুস অনুষ্ঠিত হয়। উক্ত জুলুসটি ফটিকছড়ি র বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মাইজভান্ডার দরবার শরীফ হয়ে পুনরায় নানুপুর ঈছাপূরী দরবার শরীফে এসে শেষ হয়। উক্ত জুলুসে দেশ ও জাতির কল্যানে দোয়া চেয়ে মোনাজাত পরিচালনা করেন নানুপুর ঈছাপূরী দরবার শরীফের সাজ্জাদানশীন হযরতুলহাজ্ব শাহসূফী সৈয়দ এহছানুল করিম ঈছাপূরী (ম:জি:আ)