• বাংলা
  • English
  • অর্থনীতি

    চট্টগ্রাম ইউসিবি ব্যাংকের আগুন নিয়ন্ত্রণে

    চট্টগ্রাম নগরীর রাইফেল ক্লাব ভবনে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকে (ইউসিবি) আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। রাত সাড়ে ৯টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। তবে এখনও ধোঁয়া দেখা যায়।

    ফায়ার সার্ভিস জানায়, সন্ধ্যা ৭টার দিকে রাইফেল ক্লাব ভবনে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেডের কার্যালয়ে আগুন লাগে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে চন্দনপুরা ও নন্দনকানন ফায়ার সার্ভিসের চারটি ইউনিট। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি।

    ইউসিবি ব্যাংকের জুবিলি রোড শাখার ব্যবস্থাপক (অপারেশন্স) মো. মঈনুদ্দিন চৌধুরী গণমাধ্যমকে বলেন, “সন্ধ্যা সাতটার দিকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ওই সময় ব্যাংক বন্ধ ছিল। নিরাপত্তাকর্মীদের কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থলে আসি। সেখানে ফায়ার সার্ভিসের কর্মীরা রয়েছেন। এখনও ভেতর থেকে ধোঁয়া বের হচ্ছে।