• বাংলা
  • English
  • বিবিধ

    ঢামেক হাসপাতালে কারাবন্দীর মৃত্যু

    ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওমর আলী (৭০) নামে এক সাজাপ্রাপ্ত বন্দির মৃত্যু হয়েছে।

    কর্তৃপক্ষের নির্দেশে আজ শনিবার সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে অসুস্থ অবস্থায় ঢাকা কেন্দ্রীয় কারাগার (কেরানীগঞ্জ) থেকে কাজলকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে আনা হলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর তাকে মৃত ঘোষণা করেন।

    ডিএমকে পুলিশ ক্যাম্পের ইনচার্জ ইন্সপেক্টর মো. বাচ্চু মিয়া জানান, লাশ ময়নাতদন্তের জন্য ঢামেকের মর্গে রাখা হয়েছে। তবে কোন মামলায় তাকে কারাদণ্ড দেওয়া হয়েছে তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।