• বাংলা
  • English
  • রাজনীতি

    আপনি ১৮ কোটি মানুষের ইউনূস, আমরা আপনার পদত্যাগ চাই না: ফারুক

    বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে বলেন, ‘আপনি একজন ব্যক্তি ইউনূস নন, বরং ১৮ কোটি বাংলাদেশের একজন ড. ইউনূস। আমরা আপনার পদত্যাগ চাই না।’

    আজ (২৩ মে) দুপুরে জাতীয় প্রেস ক্লাবে ইনভিন্সিবল বাংলাদেশ আয়োজিত ‘দেশবাসী, জাতীয় নির্বাচনকে নাশকতার ষড়যন্ত্রের বিরুদ্ধে রুখে দাঁড়াও’ শীর্ষক উন্মুক্ত প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথি হিসেবে তিনি এসব কথা বলেন।

    তিনি প্রধান উপদেষ্টা ড. ইউনূসকে বলেন, ‘আপনি অপমানিত, আপনার নাম ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকুক। আপনি অপমানিত হয়ে চলে গেলে আমরা দুঃখিত হব। আপনার উচিত বিচারপতি শাহাবুদ্দিন আহমেদের মতো নির্বাচন করে জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা করা। তাহলে আপনার নাম ইতিহাসে লেখা হবে।’

    প্রধান উপদেষ্টার পদত্যাগ প্রসঙ্গে ফারুক বলেন, ‘বৃহস্পতিবার আমি অবাক হয়েছিলাম। আমি পত্রিকায় দেখেছি, এর সত্যতা কতটুকু তা আমি জানি না। আপনি এনসিপি নেতাকে বলেছিলেন যে পদত্যাগ করা ছাড়া আমার আর কোন উপায় নেই। এতে আমি খুবই দুঃখিত।’

    তিনি বলেন, ‘আমি আপনাকে নির্বাচনের জন্য নিয়োগ করেছিলাম। নির্বাচনের রোডম্যাপ দেওয়ার ৯ মাস হয়ে গেছে। কাদের কানপাড়ায় এখনও নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়নি। তাই আমাদের দল বলতে বাধ্য হচ্ছে যে আপনার তিন উপদেষ্টাকে পদত্যাগ করতে হবে।’

    ফারুক আরও বলেন, ‘সংসদ নির্বাচন বিলম্বিত হওয়ায় দেশে অস্থিরতা তৈরি হয়েছে। এই অস্থিরতার মূল দোষী কারা? নির্বাচন বিলম্বিত করতে কে চায়? আমরা ড. ইউনূসের মতো একজন মহান ব্যক্তির কাছ থেকে এই বিষয়গুলো জানতে চেয়েছিলাম। আপনি যদি এই অস্থিরতা তৈরি করে থাকেন, তাহলে বিএনপি কখনই এর দায় স্বীকার করবে না।’

    আয়োজনটি আয়োজক সংগঠনের সহ-সভাপতি এম এ আজাদ চয়নের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন সিরাজী সঞ্চালনা করেন। বিএনপির যুগ্ম মহাসচিব আবদুস সালাম আজাদ, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সপু এবং নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমতুল্লাহও বক্তব্য রাখেন।