বাংলাদেশ

কমিশনের প্রস্তাব অবৈধ ঘোষণা করে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে প্রতিবাদ মিছিল

ঢাকার বাইরে হাইকোর্টের স্থায়ী বেঞ্চ স্থানান্তরের সংস্কার কমিশনের প্রস্তাব অবৈধ ঘোষণা করে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে প্রতিবাদ মিছিল করেছেন সাধারণ আইনজীবীরা। সোমবার (০৭ জুলাই) বিকেলে তারা এই কর্মসূচি পালন করেন। এ সময় সাধারণ আইনজীবীরা বলেন, যদিও সুপ্রিম কোর্ট ঢাকার বাইরে হাইকোর্ট স্থানান্তর না করার নির্দেশ দিয়েছিল, সংস্কার কমিশন তা অমান্য করে এমন প্রস্তাব দিয়েছে, যা আদালত অবমাননার শামিল। এ সময় আইনজীবীরা আরও বলেন, হাইকোর্ট বেঞ্চ বিভাগীয় পর্যায়ে স্থানান্তর করা হলে ন্যায়বিচার বিকৃত হবে, রাজনৈতিক প্রভাব বৃদ্ধি পাবে। এতে বিচার বিভাগ দুর্বল হবে। এ ছাড়া ঢাকার বাইরে প্রতিভাবান আইনজীবীদের সংকট রয়েছে। বিচার বিভাগের উপর এর সুদূরপ্রসারী প্রভাব পড়বে বলে তারা মন্তব্য করেছেন। এদিকে, পর্যায়ক্রমে উপজেলা পর্যায়ে অধস্তন আদালত সম্প্রসারণের বিষয়ে জাতীয় ঐক্যমত্য কমিশনের প্রস্তাবের সাথে নীতিগতভাবে রাজনৈতিক দলগুলি একমত হয়েছে। সংস্কার ইস্যুতে সংলাপের ধারাবাহিকতায়, জাতীয় ঐক্যমত্য কমিশন রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলির সাথে আলোচনা করেছে। আলোচনাকালে, জামায়াতের প্রতিনিধি হামিদুর রহমান আজাদ প্রতিটি উপজেলায় আদালত স্থাপনের প্রস্তাব করেন। তবে, বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেন, সব উপজেলায় একযোগে নয়। দূরত্ব, পরিবহন ব্যবস্থা এবং মামলার জট বিবেচনা করে উপযুক্ত উপজেলায় আদালত স্থাপন করা যেতে পারে।