নিয়ন্ত্রণ হারিয়ে বসতঘরে ট্রাক, কেড়ে নিল ঘুমন্ত নারীর প্রাণ
টাঙ্গাইলের ভূঁইয়াপুরে পাথর বোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে একটি বসতঘরে ঢুকে যায় ট্রাকটি উল্টে ওই নারীকে পিষে দেয়। রমেছা বেগম (৫৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টার দিকে ভূঁইয়াপুর-তারাকান্দি আঞ্চলিক মহাসড়কের ভূঁইয়াপুর পৌরসভার টেপিবাড়ি মোড়ে এ ঘটনা ঘটে।
জানা গেছে, নিহত রমেছা বেগম একই এলাকার আব্দুল কাদ্দুসের স্ত্রী।
পরিবার ও এলাকাবাসী জানায়, ফজরের নামাজ পড়ার পর রাছেমা বেগম ঘুমিয়ে পড়েন এবং তার স্বামী কদ্দুস নামাজ পড়তে মসজিদে যান। এসময় জামালপুরগামী একটি পাথর বোঝাই ট্রাক হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে রমেছার বসতঘরে ঢুকে উল্টে যায় এবং ঘুমন্ত অবস্থায় তাকে পিষে দেয়।
এ সময় স্থানীয়রা ট্রাক চালককে আটক করে। খবর পেয়ে ভূঁইয়াপুর ফায়ার সার্ভিস ও পুলিশ এসে নিহতের লাশ উদ্ধার করে।
এ ব্যাপারে ভূঁইয়াপুর থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) অনন্ত দাস সত্যতা নিশ্চিত করে বলেন, “পাথর বোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে একটি আবাসিক এলাকায় উল্টে যায় এবং ট্রাকের চাপায় এক মহিলা নিহত হয়। এ ঘটনায় স্থানীয়রা ট্রাক চালককে আটক করে পুলিশে সোপর্দ করেছে।”