বন্ধুর সাথে খালে গোসল করার পর যুবকের মৃত্যু
যশোর সদর উপজেলার ধানঘাটা নলিয়া খালে বন্ধুদের সাথে গোসল করার পর আব্দুর রহমান নামে এক যুবকের মৃত্যু। বৃহস্পতিবার (৮ মে) দুপুরে ঘটনাটি ঘটে। নিহত আব্দুর রহমান যশোর পৌরসভার বারান্দিপাড়া এলাকার শরিফুল ইসলামের ছেলে।
প্রত্যক্ষদর্শী লিটন ও মাহফুজ জানান, আবদুর রহমান ও তার দুই বন্ধু খালে গোসল করতে যান। দুপুর সাড়ে ১২টায় আব্দুর রহমান ডুবে যান। এরপর তার দুই বন্ধু স্থানীয়দের সাহায্য চান। আশেপাশের এলাকার লোকজন খালে নেমে খোঁজাখুঁজি শুরু করে এবং ফায়ার সার্ভিসকে খবর দেয়। প্রায় এক ঘন্টা চেষ্টার পর আব্দুর রহমানের লাশ উদ্ধার করা হয়।
আব্দুর রহমানের খালা মনি খাতুন বলেন, “আব্দুর রহমান গোসল করতে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বেরিয়ে যায়। এরপর আর ফিরে আসেনি।” তার লাশ উদ্ধারের খবর পেয়ে আমি ঘটনাস্থলে যাই।
যশোর ফায়ার সার্ভিস সাব-স্টেশনের কর্মকর্তা মুজিবর রহমান জানান, নিহত যুবকের পরা জার্সিতে ‘রহমান’ নাম লেখা ছিল। মৃতদেহটি উদ্ধার করে স্থানীয় ইউপি সদস্য আক্তার হোসেনের হেফাজতে রাখা হয়েছে।
কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) কাজী বাবুল হোসেন বলেন, ‘মৃতদেহটি উদ্ধার করে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ধানঘাটা সেতু থেকে লাফিয়ে পড়ে আব্দুর রহমান ডুবে মারা গেছেন।’