বিবিধ

ট্রাক-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ২ জনের মৃত্যু

গাজীপুরের কালিয়াকোরে ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। রোববার সকাল ৬টার দিকে মাওনা-কালিয়াকৈর আঞ্চলিক সড়কের ফুলবাড়িয়া বাজার সংলগ্ন খেজুরগাছ নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে একজনের নাম  শাহিন (১৪) অপরজন সজিব (২৮)।

ফুলবাড়িয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) সোহেল রানা মোল্লা দুইজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, ভোরে কালিয়াকোর থেকে একটি ট্রাক ফুলবাড়িয়ার দিকে আসছিল। এসময় বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশার সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার দুইজন নিহত হন। এছাড়া গুরুতর আহত একজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

এসআই সোহেল রানা জানান, দুর্ঘটনার পর ট্রাকের চালক পালিয়ে গেছে। তবে ট্রাকটি আটক করা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।