জাতীয়

ঢাকা-১৭ উপনির্বাচন।অপ্রয়োজনে বের হলে জরিমানা করা হবে এবং প্রতি মোড়ে তল্লাশি করা হবে

কড়া নিরাপত্তায় চলছে ঢাকা-১৭ উপনির্বাচন। প্রতিটি মোড়ে বসানো হয়েছে চেকপোস্ট। নির্বাচনী এলাকায় ঘোরাফেরা করতে দেখা গেলে পুলিশের নানা প্রশ্নের মুখে পড়তে হয় সাধারণ মানুষকে। আর সেখানে যাওয়ার সঠিক কারণ দেখাতে না পারলে জরিমানা দিতে হবে।

শহিদুল ইসলাম রাজধানীর বাড্ডা এলাকার বাসিন্দা। তার অফিস মহাখালীতে। আজ অফিসে যাওয়ার পর জানলো অফিস বন্ধ। তিনি বলেন, ভুল করে বাড়ি ছাড়ার জন্য আমাকে জরিমানা দিতে হচ্ছে। সকালে এই জরিমানা কিভাবে পরিশোধ করব?

রাসেল আহমেদের বাড়ি গুলশান-২ এলাকায়। কাউকে নিতে এয়ারপোর্টে গিয়েছিলাম। তিনি বলেন, সিগন্যাল পার হলেই আমার বাড়ি। আমি যেতে দিইনি এখন তুমি আমাকে জরিমানা করবে।

গুলশান ট্রাফিক পুলিশের সার্জেন্ট ইনচার্জ মো. সাদ্দাম হোসেন বলেন, যারা জরুরি প্রয়োজন ছাড়া বের হচ্ছেন তাদের জরিমানা করা হচ্ছে। এ পর্যন্ত আটজনকে নিজ হাতে জরিমানা করেছি। তাদের অধিকাংশই কোনো কারণ ছাড়াই মোটরসাইকেল ও প্রাইভেটকার নিয়ে বেরিয়ে পড়েন। অনেককে যথাযথ কারণ দেখিয়ে গন্তব্যে যেতে দেওয়া হয়েছে। আর যারা কোনো কারণ দেখাতে পারেন না তাদের জরিমানা করা হচ্ছে।

তিনি বলেন, ভোটারদের কাজ দেখে কেন্দ্রে যেতে দেওয়া হচ্ছে। এ পর্যন্ত আটজনকে ১৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে।