• বাংলা
  • English
  • রাজনীতি

    স্লোগানে মুখরিত নয়াপল্টন

    সরকারের পদত্যাগের দাবিতে মহাসমাবেশ করতে শনিবার সকাল থেকেই নয়াপল্টনের দিকে আসতে থাকে নেতাকর্মীরা। অনেক নেতাকর্মী গতকাল রাতে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে রাত কাটান।

    শনিবার সকাল থেকেই বিভিন্ন জেলা থেকে নেতাকর্মীরা টুকরো টুকরো মিছিল নিয়ে সমাবেশস্থলে আসছেন। স্লোগান আর মিছিলে মুখরিত পুরো নয়াপল্টন এলাকা।

    হাতে শোভা পাচ্ছে দলীয় ও জাতীয় পতাকা। এদিকে নাইটিঙ্গেল মোড় থেকে পল্টন থানা পর্যন্ত কানায় কানায় পূর্ণ। নেতাকর্মীদের উজ্জীবিত করতে গান পরিবেশন করছেন বিএনপির সংগঠন জাসাসের শিল্পীরা।

    গতকাল রাতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ ২০ শর্তে নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে বিএনপিকে অনুমতি দেয়।

    এর আগে গত ১৮ অক্টোবর বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সরকারের পদত্যাগের দাবিতে ২৮ অক্টোবর রাজধানীতে সাধারণ সভা করার ঘোষণা দেন। ওই সম্মেলন থেকেই পরবর্তী চূড়ান্ত আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানান তিনি।