বিনোদন

বাংলা সিনেমায় অভিনয় করতে চান সুপারস্টার সালমান খান

কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী মঞ্চে বাংলা ছবিতে অভিনয়ের ইচ্ছা প্রকাশ করেছেন বলিউড ভাইজান সালমান খান।

সম্প্রতি কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের মঞ্চে প্রথমবারের মতো হাজির হয়েছেন তিনি। অনুষ্ঠানে হাজির হয়ে চমকে গেলেন বলিউডের এই সুপারস্টার।

সুপারস্টার সালমান খান বলেছেন যে কলকাতায় এত বড় মাপের ফিল্ম ফেস্টিভ্যালের আয়োজন করা হয়েছে তার কোনো ধারণাই ছিল না। এমনকি ফিল্ম ফেস্টিভ্যাল যাকে ইংরেজিতে (KIFF) বলা হয় তাও অজানা ছিল না এই সুপারস্টারের। তিনি ভাবলেন (KISS) লেখা। তবে মৃদুভাবে বলতে গেলে, কলকাতা থেকে তিনি যে অনেক ভালোবাসা পেয়েছেন তা বলতে দ্বিধা করেননি।

সালমান খান জানান, সিনেমাটি মোট ২৩টি জায়গায় দেখানো হবে। এত বড় ফিল্ম ফেস্টিভ্যাল যে এখানে আছে তা সত্যিই আমার ধারণা ছিল না। কিছু বিষয়ে মানুষের শিক্ষা বা জ্ঞান কম। আমারও তাই ছিল. আমাকে ক্ষমা করবেন।

এ সময় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়েরও প্রশংসা করেন সালমান খান। বাংলা সিনেমায় অভিনয়ের ইচ্ছাও প্রকাশ করেন তিনি। তাই উদ্বোধনী মঞ্চ ছিল রসিকতায় ভরপুর। মনে হচ্ছিল দর্শকরা যেন সালমানের কথা শুনতেই বসেছিলেন।