কোটা সংস্কার আন্দোলনে কতজনের প্রাণ গেছে, জানালেন, স্বরাষ্ট্রমন্ত্রী
সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকে ঘিরে সারাদেশে সহিংসতায় এ পর্যন্ত ১৪৭ জন প্রাণ হারিয়েছেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। রোববার সচিবালয়ে নিজ দফতরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “মাঝে মাঝে বলা হয়, সহিংসতায় ৫০০ জনের মৃত্যু হয়েছে। আসলে মৃত্যু নিয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। সহিংসতায় এ পর্যন্ত ১৪৭ জনের মৃত্যু হয়েছে। হাসপাতালসহ বিভিন্নভাবে এই তথ্য জানা গেছে। সূত্র
সহিংসতায় কতজন শিক্ষার্থী নিহত হয়েছে জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘কত শিক্ষার্থী, বিস্তারিত এখনো জানা যায়নি। আরও তথ্য যাচাই করা হবে.
কোটা আন্দোলনের প্ল্যাটফর্ম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের হেফাজতের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আন্দোলনরত শিক্ষার্থীরা নিরাপত্তাহীন ছিল, সেটা তারা বলেছিল। এ কারণে তাদের নিরাপত্তার স্বার্থে তাদের হেফাজতে নেওয়া হয়েছে। তাদের গ্রেফতার করা হয়নি। নিরাপত্তা ঝুঁকি ক্লিয়ার হওয়ার পরই তাদের প্রত্যাবর্তন বিবেচনা করা হবে।
প্রসঙ্গত, কোটা সংস্কার আন্দোলনে নিহতের সংখ্যা এখন পর্যন্ত ২০০ ছাড়িয়েছে বলে বিভিন্ন গণমাধ্যমের খবরে জানা গেছে।