রাজশাহীতে ভাগ্নেকে কুপিয়ে হত্যা: ঢাকায় চাচা গ্রেফতার
রাজশাহীর গোদাগাড়ীতে ভাগ্নেকে ক্ষুর দিয়ে কুপিয়ে হত্যার মামলায় চাচা রবিউল ইসলাম ওরফে রুবেলকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
শনিবার (১৭ মে) বিকেলে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
রবিউলকে রবিবার (১৮ মে) গোদাগাড়ী থানায় সোপর্দ করা হয়। পুলিশ তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠাবে বলে জানা গেছে।
গ্রেপ্তারকৃত রবিউল ইসলাম গোদাগাড়ী উপজেলার আচুয়াভাটা গ্রামের মৃত তাহসান মাহুরির ছেলে।
মৃত কাউসার আহমেদ রকি (২৫) তার ভাগ্নে।
রবিবার (১৮ মে) সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব জানিয়েছে যে, ১ এপ্রিল রবিউল তার অসুস্থ দাদীকে দেখতে গোদাগাড়ীর আচুয়াভাটা গ্রামে তার বাবার বাড়িতে যায়। সেই সময় পূর্ব শত্রুতার জের ধরে তার ভাগ্নে কাউসার আহমেদের সাথে তার ঝগড়া হয়। একপর্যায়ে রবিউল ধারালো ক্ষুর এনে কাউসারকে আঘাত করে। এতে সে গুরুতর আহত হয়। পরে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। এই ঘটনায় থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়।
মামলার পর র্যাব-৫ ঘটনার ছায়া তদন্ত শুরু করে এবং অভিযুক্তের অবস্থান শনাক্ত করতে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে। এর পর ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকা থেকে রবিউলকে গ্রেপ্তার করা হয়।
র্যাব আরও জানিয়েছে, অভিযুক্ত রবিউল দেশের বিভিন্ন স্থানে আত্মগোপনে থাকায় তাকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। প্রযুক্তির সাহায্যে তার অবস্থান নিশ্চিত করা হয়েছে এবং তাকে গ্রেপ্তার করা হয়েছে।
গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন জানান, কাউসার তার চাচা রবিউলের ক্ষুরের আঘাতে মারা গেছেন। অভিযুক্তকে ঢাকা থেকে আনা হচ্ছে। আজ তাকে আদালতে সোপর্দ করা হবে।