শাহীন মিয়া’র আম্মাজান মোছাম্মত হালিমা খানমের ফাতেহা
হযরত শাহ সূফি আমানত খান (রহঃ) এর বংশধর ও সাজ্জাদানশীন মতোওয়াল্লী হযরত শাহজাদা ফৌজুল আলী খান (রহঃ) এর সহধর্মিনী এবং বর্তমান সাজ্জাদানশীন মতোওয়াল্লী শাহজাদা শরফুদ্দিন মোহাম্মদ শওকত আলী খান (শাহীন মিয়া)’র আম্মাজান মোছাম্মত হালিমা খানমের ফাতেহা শরীফ গত রবিবার রাতে দরগাহ্ শরীফ প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শাহীন মিয়া ও পিএইচপি ফ্যামিলির ব্যবস্থাপনা পরিচালক জনাব মোহাম্মদ আলী হোসেন সোহাগ সহ চট্টগ্রামের বিশিষ্ট ব্যক্তিবর্গ।
ফাতেহা শরীফে পবিত্র খতমে কুরআন, খতমে খাজেখান শেষে বিশেষ মোনাজাত করা হয় ও সবশেষে তবরুখ এর আয়োজন করা হয়।