বাংলাদেশ

শরীয়তপুরে স্ত্রী হত্যার অভিযোগে স্বামী গ্রেপ্তার

শরীয়তপুরের জাজিরায় পারিবারিক কলহের জের ধরে করিম মুন্সি নামে এক স্বামী তার স্ত্রী সোনাবান বিবিকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এই ঘটনায় পুলিশ স্বামীকে গ্রেপ্তার করেছে। জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইনুল ইসলাম মঙ্গলবার (২৯ জুলাই) বিকেলে এই তথ্য নিশ্চিত করেছেন। এর আগে, সোমবার (২৮ জুলাই) রাতে উপজেলার গোপালপুর ইউনিয়নের বড় গোপালপুর এলাকায় এই ঘটনা ঘটে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, জাজিরা উপজেলার বড় গোপালপুর এলাকার করিম মুন্সি ও সোনাবান বিবির দীর্ঘ ৫০ বছরের দাম্পত্য জীবন ছিল। তাদের দুই ছেলে ও মেয়ে ছিল। এক বছর আগে দুই সন্তান একের পর এক রোগে মারা যায়। তারপর থেকে স্বামী-স্ত্রী দুজনেই মানসিক সমস্যায় ভুগছিলেন। সোমবার রাতে দুজনের মধ্যে ঝগড়া শুরু হয় এবং করিম মুন্সির বিরুদ্ধে তার স্ত্রী সোনাবান বিবিকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। প্রতিবেশীরা বিষয়টি জানতে পেরে পুলিশে খবর দেন। পরে নিহতের লাশ উদ্ধারের পাশাপাশি জাজিরা থানা পুলিশ হত্যাকারীর স্বামীকে গ্রেপ্তার করে। জাজিরা থানার ওসি মাইনুল ইসলাম বলেন, “খবর পেয়ে আমরা মহিলার লাশ উদ্ধার করেছি। এই ঘটনায় স্বামীকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি বলেন, এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”